Make a Contribution

সুপ্রিয় বন্ধুরা,

লোকগান নিয়ে আমাদের সামগ্রিক কার্যক্রমের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে লোকগান সংগ্রহ করা এবং সকলের মধ্যে সেটা ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করা। এই কাজের অংশ হিসেবে আমি এবং আমার সহকর্মী/বন্ধু ইনতাজ আলী “ফোক কালচার আর্কাইভ” নামে একটি সংস্থাকে সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচারলনা করে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধ বই বিভিন্ন ভাবে ভাবে সংগ্রহ করছি৷লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস সংরক্ষনের কাজকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রুপ দিতে একটি লাইব্রেরী তৈরী করার প্রস্তুতি নিচ্ছি ৷পরবর্তীতে এই পুস্তকভান্ডার সাধারন ও গবেষণাকারী ব্যক্তিদের সাহায্য করার জন্য খুলে দেওয়া হবে৷
.
দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে আমরা অর্থের যোগান দিয়ে অসছি, কিন্তু বর্তমানে আমাদের কাজের এবং খরচের পরিধি বেড়ে যাওয়ায় আমাদের নানা রকম সহযোগীতা পাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। এই মহতি কাজে উৎসাহী বন্ধুরা তাদের ভালবাসার হাত সামান্য প্রসারিত করলেই আমরা কিছুটা সাচ্ছন্দ নিয়ে এগিয়ে যেতে পারি। আপনারা বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের সাহায্য করতে পারেন৷আমাদের এই কাজের সাথে আপনি মানসিক ,শারীরিক কিংবা আর্থিক দিক দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করার আবেদন রাখছি৷
.
আপনারা জানেন যে, এই সংস্থা কোনভাবেই কোন সরকারী বা বেসরকারী ভাবে সাহায্যপুষ্ট নয়৷ তাই খোলাখুলী ভাবেই এই আবেদনের দ্বারা জানাতে চাই যে, এই সংস্থার বই সংগ্রহের জন্য আপনাদের কাছে আর্থিক ভাবে সাহায্য পার্থনা করছি অথবা আপনারা বই কিনে আমাদের লাইব্রেরিতে জমা দিতে পারেন যাতে আরো বেশী সংখ্যক বই আমরা সংগ্রহ করতে পারি। সেগুলো যথাযথ ভাবে সংরক্ষন করে সমগ্র মানবকল্যানে ব্যবহারের উপযোগী পরিবেশ তৈরী করতে আপনাদের ইতিবাচক ভালবাসা কামনা করছি৷ এ বিষয়ে আরো বিস্তৃত জানার জন্য যোগাযোগ করতে পারেন৷আমাদের ওয়েবসাইট www.folkculturearchive.in

ইন্তাজ আলি, পশ্চিমবংগ 
যোগাযোগঃ 8330944254, intajali2011manuu@gmail.com. 
.
রক্তিম বরন চক্রবর্তী, পশ্চিমবংগ 
যোগাযোগঃ 9433526880. 
.
ফয়সাল রুপম, ঢাকা
যোগাযোগঃ 01918305467, faisal.rupom@gmail.com
.
আমাদের এই লেখাটি আপনাদের ব্যক্তিগত ফেসবুকে কিংবা হোয়াটসএপে আপনাদের পছন্দের মানুষের কাছে ছড়িয়ে দেয়ার উদাত্ত আহবান রাখছি।